কিভাবে মার্কেটপ্লেস ছাড়াও কাজ পাবেন?
ফ্রিল্যান্সিং কাজ পাওয়ার ক্ষেত্রে, কিছু গুরুত্বপূর্ণ বিষয় এক নজরে দেখে নিনঃ-
১. ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসের বাহিরেও কাজ খুঁজতে পারেন।
২. Facebook, LinkedIn, Instagram থেকেও ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা থেকে বেশি।
৩. নিজের পোর্টফোলিও ওয়েবসাইট বানানোর মাধ্যমেও ক্লায়েন্ট পাওয়া যায়।
৪. নিজের ওয়েবসাইট বানিয়ে সেখানে নিজের কাজগুলা ডিসপ্লে করতে পারেন। এতে করে যে কেউ আপনার কাজ দেখে আপনাকে ট্রাস্ট করবে।
৫. ওয়েবসাইটে মাধমে আপনার কাজের সার্ভিস সেল করার জন্য মার্কেটি করেন।
৬. সোশ্যাল মিডিয়া মার্কেটিং ও ইমেইল মার্কেটিং করে আপনার সার্ভিস প্রমোট করেন।
৭. আপনার কাজের সার্ভিস পরিচিত মানুষদের জানান। এতে করে আপনার কাজের ভ্যালু এড হবে।
৮. মানুষের সাথে আপনার কমিউনিকেশন বাড়ান।
৯. যারা বিজনেস করে তাদের সাথে আপানার কাজ সম্পর্কে অবগত করুন।
১০. পার্সোনাল ব্রান্ডিং এর জন্য কাজ করুন।
১১. YouTube মার্কেটিং করতে পারেন।
বেকারত্ব দূরীকরণে ফ্রিল্যান্সিং, তা জেনে নিন।
Pingback: ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো? - Nebula IT Blog