গ্রাফিক ডিজাইন শিখে ফ্রিল্যান্সিং করুন
গ্রাফিক ডিজাইন একটি সৃজনশীল ও জনপ্রিয় পেশা। বর্তমানে গ্রাফিক ডিজাইন এর কাজের যথেষ্ট চাহিদা রয়েছে। গ্রাফিক ডিজাইনের কাজ প্রায় সব কোম্পানিতেই প্রয়োজন হয়। গ্রাফিক ডিজাইনের চাকরি বা অনলাইন মার্কেটপ্লেসে কাজ সহজেই পাওয়া যেতে পারে যদি আপনার মধ্যে সঠিক দক্ষতা থাকে। বর্তমানে আপনি ফেসবুক, ইন্সট্রাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট কিংবা অন্যান্য সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে যদি কোন অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পান প্রায় সব ধরনের গ্রাফিক ডিজাইনার এর দ্বারা তৈরি। তাই, যত দিন যাচ্ছে যে কোন কোম্পানি ডিজিটাল বা অনলাইন ভিত্তিক প্রচারণা বৃদ্ধি করছে। অনলাইনে কোন প্রোডাক্ট প্রচারণা করার ক্ষেত্রে সব বেশি পরিমাণ গ্রাফিক ডিজাইনের দরকার পড়ে। বর্তমানে প্রায় সবকিছুই অনলাইন ভিত্তিক মার্কেটিং এর প্রচারণা বাড়ছে। তাই, ডিজিটাল মার্কেটিং কাজে গ্রাফিক ডিজাইনের অনেক কাজ রয়েছে। অনলাইনে গ্রাহককে আকৃষ্ট করার জন্য গ্রাফিক ডিজাইন খুবই প্রয়োজন।
একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার বিভিন্ন খাতে কাজ করতে পারে। যেমন:-
Logo, Flyer Design, Banner, Poster Design, Postcard Design, Brochure Design, Business Card & Stationery, Social Media Post Design, Book Cover Design, Lebel Design, Background and Abstract, Infographic Design, T-Shirt Design, Product Design, UX Design.
উপরের কাজ গুলো শিখে দক্ষ হলে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। কি কি উপায়ে আপনি ফ্রিল্যান্সিং এর কাজ করবেন তা বিস্তারিত জানা দরকার। তাই, আমাদের অভিজ্ঞ মেন্টর দ্বারা ফ্রিল্যান্সিং পরামর্শে পেতে এবং ক্যারিয়ার কাউন্সেলিং করতে হবে। ক্যারিয়ার কাউন্সেলিং সবার করা দরকার। কাউন্সেলিং করলে বুঝতে পারবেন যে আপনার কোন বিষয়ে কাজ করা উচিত হবে।
Pingback: এডোবি ইলাস্ট্রেটর এর কাজ - Nebula IT Blog
Pingback: একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার এর কি কি বৈশিষ্ট্য থাকা উচিত?
Pingback: গ্রাফিক ডিজাইন করে কি কি উপায়ে আয় করা যায়? - Nebula IT Blog