ফ্রিল্যান্সিং কি? কেন ফ্রিল্যান্সিং করা উচিত
ফ্রিল্যান্সিং কি?
ফ্রিল্যান্সিং হচ্ছে স্বাধীন বা মুক্তপেশা। বর্তমানে সারা বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ মানুষ ফ্রিল্যান্সিং পেশা হিসেবে বেছে নিয়েছে এবং নিচ্ছে। ফ্রিল্যান্সিং মূলত ঘরে বা যে কোন জায়গা থেকে কম্পিউটার ও ইন্টারনেটের সাহায্যে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য নির্দিষ্ট কাজ করা। ফ্রিল্যান্সিং করার জন্য যে ব্যক্তি নির্দিষ্ট কাজ দেয় তাকে বায়ার বা ক্লায়েন্ট বলে। তবে,বেশীর ভাগ বায়ার বিদেশের হয়ে থাকে। বর্তমান সময়ে বেকারত্বের জাঁতাকলে পরা অনেক তরুণের কাছেই এখন আশার আলো হয়ে উঠেছে। প্রতিনিয়ত ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজের পরিধি বৃদ্ধি পাচ্ছে, এবং সেই সাথে কাজের চাহিদাও বাড়ছে।
কেন ফ্রিল্যান্সিং করা উচিত:-
বেকারত্বের হাত থেকে রেহায় পেতে ফ্রিল্যান্সিং হতে পারে আপনার জন্য সেরা সিধান্ত। আবার অনেকে চাকুরি করতে ভাল লাগে না। চাকুরির ক্ষেত্রে সকাল-সন্ধ্যা সময় মত অফিসে যেতে হয়। অফিসে কাজ করার চাপ থাকে,
সে কারণে অনেকে চাকুরি করা টা পারফেক্ট মনে করে না। তাছাড়া আবার অনেকে ছোট-খাটো ব্যবসা করার পাশাপাশি ফ্রিল্যান্সিং করতে পছন্দ করে।
আপনি যে কোন স্থান থেকে কাজ করতে পারবেন। নির্দিষ্ট সময়সীমা নেই, অর্থাৎ আপনি বায়ারের কাজটি আপনি সম্পূর্ণ মুক্তভাবে করতে পারবেন। তাছাড়া কাজের জন্য অফিসের প্রয়োজন নাই। মিনিমাম বাজেটের কম্পিউটার দিয়ে আপনি ফ্রিল্যান্সিং শুরু করে দিতে পারবেন। এ ক্ষেত্রে আপনি আপনার নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে হতে পারেন একজন সফল ফ্রিল্যান্সার। কোন বিষয়ের দক্ষতা অর্জন করে কাজ করতে পারবেন। বর্তমানে সবচেয়ে জনপ্রিয় মার্কেটপ্লেস গুলো হল- Fiverr, Upwork, Freelancer ইত্যাদি। এই সব সাইটে অ্যাকাউন্ট করে আপনি কাজ করতে পারবেন খুব সহজেই।
যে স্কিল গুলো অর্জন করে আপনি ফ্রিল্যান্সিং পারবেন, তা হলঃ-
- ওয়েব ডিজাইন
- ওয়েব ডেভেলপমেন্ট
- সফটওয়্যার ডেভেলপিং
- গ্রাফিক ডিজাইন
- লোগো ডিজাইন
- ইউজার ইন্টারফেস ডিজাইন
- ভিডিও এডিটিং
- এসইও
- ডিজিটাল মার্কেটিং
- কন্টেন্ট রাইটিং
- ডাটা এন্ট্রি টাইপিং
- অনুবাদ
উপরের যে বিষয় ছাড়াও এর বাইরেও অসংখ্য কাজ রয়েছে। মূল বিষয়ের মধ্যে নানা ধরণের কাজ আছে। এই সব কাজ প্রথমে কঠিন মনে হলেও চেষ্টা করলে ও আয়ত্ত করতে পারলে আপনি খুব সহজেই দক্ষ হয়ে উঠবেন।
দক্ষ হতে হলে প্রয়োজন ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ-
অফলাইনে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ নিতে নেবুলা আইটি আছে আপনার পাশে।
Pingback: গ্রাফিক ডিজাইন শিখে ফ্রিল্যান্সিং করুন - Nebula IT Blog
Pingback: ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো? - Nebula IT Blog
Pingback: কন্টেন্ট কি? কন্টেন্ট এর প্রকারভেদ