Graphic Design

একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার এর কি কি বৈশিষ্ট্য থাকা উচিত?

বর্তমানে গ্রাফিক ডিজাইন একটি জনপ্রিয় পেশায় পরিণত হয়েছে, এর কাজও যেমন বেশি, তেমনি এর চাহিদাও আছে অনেক। একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার হওয়ার জন্য কি কি বৈশিষ্ট্য থাকা দরকার। একজন গ্রাফিক ডিজাইনার হওয়ার জন্য কি কি দক্ষতা প্রয়োজন তা জেনে নিন-

১) ডিজাইন কনসেপ্ট সম্পর্কে বিস্তারিত জানা।

২) ভালো আইডিয়া বের করার জন্য ব্রেইন স্ট্রমিং করতে হবে ।

৩) কালার কনসেপ্ট, কম্পোজিশন, টাইপোগ্রাফি সম্পর্কে জানা।

৪) টুলস বা সফটওয়্যার সম্পর্কে পরিপূর্ণ জানা।

৫) রিসার্স করার প্রচুর ইচ্ছা থাকা।

৬) নতুন নতুন আইডিয়া বের করে কাজ করা।

৭) ডিজাইন করার জন্য বিভিন্ন রিসোর্স কালেকশন করা।

৮) ড্রইং স্কিল থাকা (হাল্কা আঁকা-আঁকি করা যেন ইন্সট্যান্ট ড্রইং করে বুঝাতে পারেন )।  

৯) সমস্যা সমাধান করার ক্ষমতা থাকা।

১০) সম্পূর্ণ ডেডিকেশন দিয়ে কাজ করা।  

১১) ক্লাইন্ট এর ডিমান্ড বুঝা, ও সে অনুযায়ী কাজ করা।

১২) ক্লায়েন্টের কাজের সমস্যা বের করে সমাধান করা।

১৩) ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগ থাকা।

১৪) ক্লায়েন্টের কমিটমেন্ট ঠিক রাখা।

১৫) ভাল কমিউনিকেশন স্কিল থাকা।

১৬) ভাল প্রেজেন্টশন স্কিল থাকা (যাতে যে কোন কাজ সুন্দর করে প্রেজেন্ট করা)।

১৭) প্রতিদিন বই পড়ার অভ্যাস থাকা।

১৮) টিম লিড দেয়ার ক্ষমতা থাকা।

১৯) ফিডব্যাক খেয়ে হজম করার মন মানসিকতা থাকতে হবে।

২০) ইংরেজিতে কথা বলা জানা এবং লিখতে পারা।

২১) প্রফেশনাল ভাবে সিভি এবং পোর্টফলিও তৈরি করা।

২২) পার্সোনাল পোর্টফলিও ওয়েবসাইট তৈরি করা।

২৩) চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতা থাকা।

২৪) টাইম ম্যানেজমেন্ট।

২৫) নিজে সৎ থাকা ও বিশ্বস্ত হওয়া।

২৬) সর্বদা শেখার মন মানসিকতা থাকতে হবে।

২৭) যে কারও কাজের (আর্ট) কে সম্মান করা।

২৮) ফ্রিতে কাজ করা যাবে না (প্রফেশনাল দৃষ্টিভঙ্গি থাকতে হবে। ফ্রিতে কাজ করলে সেই কাজের মূল্যায়ন থাকে না)

পরিশেষে বলা যায়, প্রফেশনাল এক্সপার্ট ডিজাইনার হওয়ার জন্য অনেক দক্ষতা অর্জন করতে হয়। তাই, নিজেকে অনেক সময় দিতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, এবং সফল হওয়ার জন্য লেগে থাকতে হবে।

কিভাবে গ্রাফিক ডিজাইন শিখে ফ্রিল্যান্সিং করা যায়, তা জেনে নিন-

প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার হতে হলে আপনাকে টুলসের কাজ ভাল ভাবে শিখতে হবে। আপনি যদি বিগেনার লেভেলে থাকেন, তাহলে আপনার অভিজ্ঞ মেন্টরের সঠিক গাইডলাইন প্রয়োজন হবে। আমরা নেবুলা আইটি শতভাগ সাফল্যের সাথে কোর্স প্রদান করে থাকি। Advanced Graphic Design কোর্স সম্পর্কে জানতে ভিজিট করুন-

One thought on “একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার এর কি কি বৈশিষ্ট্য থাকা উচিত?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *