গুগল এডস (Google Ads) কি?
গুগল এডস (Google Ads) কি?
গুগল এডস (Google Ads) হল গুগল দ্বারা তৈরি একটি অনলাইন বিজ্ঞাপন প্ল্যাটফর্ম। সার্চ ইঞ্জিন মার্কেটিং এর মধ্যে গুগল এডস হচ্ছে অন্যতম। মূলত, কোন ইউজার/ভিজিটর যখন কোন কীওয়ার্ড লিখে সার্চ ইঞ্জিনে সার্চ করে, তখন ওই কীওয়ার্ডের রিলিভেন্ট এডস গুলো সার্প (SERP) রেজাল্ট পেইজের প্রথমে যে এডস এর URL শো করে। সেটাই হচ্ছে গুগল এডস। এছাড়া বিভিন্ন ধরনের গুগল এডস রয়েছে, যার মধ্যে রয়েছে:
- সার্চ এডস
- ডিসপ্লে এডস
- ভিডিও এডস
- শপিং এডস
- ডিসকভারি এডস
- অ্যাপস এডস
- লোকাল এডস বা লোকেশন এডস
এই গুগল এডস প্ল্যাটফর্মের মাধ্যমে যে কোন পণ্য বা পরিষেবা মার্কেটিং করার উদ্দেশ্যে ব্যবসা বা প্রতিষ্ঠানের ওয়েবসাইট, সফটওয়্যার, অ্যাপস, পণ্য বা সার্ভিস গুগলের সার্চ রেজাল্ট, YouTube, Gmail এবং অন্যান্য Google-এর বিভিন্ন প্ল্যাটফর্মে বিজ্ঞাপন হিসাবে প্রদর্শন করতে পারেন।
গুগল এডস প্লাটফর্মের মাধ্যমে কি ধরণের মার্কেটিং করা যায়?
সার্চ ইঞ্জিন মার্কেটিং এর মধ্যে গুগল এডস হচ্ছে অন্যতম। এটাকে আবার পিপিসি (PPC) মার্কেটিং বলা যায়। ডিজিটাল মার্কেটিং এর সবচেয়ে জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত মার্কেটিং প্লাটফর্ম হচ্ছে Google Ads. বিশ্বের লক্ষ লক্ষ মানুষ এই প্লাটফর্ম ব্যবহার করে তাদের ব্যবসার জন্য ডিজিটাল মার্কেটিং করছে। এবং গুগল এডস ব্যবহার করে, মার্কেটার তাদের টার্গেট অডিয়েন্স কাছে পৌঁছাতে এবং তাদের ব্যবসার বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রায় ছোট বড় প্রায় সকল ধরনের কোম্পানী এখন ডিজিটাল মার্কেটিং করার জন্য সব চেয়ে বেশি প্রাধান্য দেয় গুগল এডস। গুগল এডস প্লাটফর্ম এর বড় সুবিধা হচ্ছে আপনি যে কোন ধরণের (লোকাল/গ্লোবাল) ব্যবসার জন্য মার্কেটিং করার সুবিধা পাবেন।
যে যে উদ্দেশ্যে মার্কেটিং করা যায়ঃ- যেমন-
- ই-কমার্স বিজনেস
- প্রোডাক্ট সেলস
- ওয়েবসাইট ভিজিট
- বিজনেস ব্রান্ডিং
- সফটওয়্যার ও অ্যাপ মার্কেটিং
- লোকাল ব্যবসা
- ইউটিউবে প্রোডাক্ট/সার্ভিস এর বিজ্ঞাপন
ইউটিউবের ভিডিও প্রমোশন সেলস, লিডস, ওয়েবসাইট ভিজিটর, প্রোডাক্ট এবং বিজনেস ব্রান্ডিং, সফটওয়্যার ও অ্যাপ মার্কেটিং এবং লোকাল ব্যবসা ইত্যাদি সব ধরণের মার্কেটিং করার জন্য বিজ্ঞাপন বা ক্যাম্পেইন তৈরি করে প্রচারণা করতে পারেন গুগল এডস এর মাধ্যমে।
গুগল এডস একটি পে-পার-ক্লিক (PPC) বিজ্ঞাপন প্ল্যাটফর্ম। এর মানে হল যে বিজ্ঞাপনদাতারা শুধুমাত্র তাদের বিজ্ঞাপনে ক্লিক করলে অর্থ প্রদান করেন। বিজ্ঞাপনের অবস্থান এবং খরচ নির্ধারণ করার জন্য গুগল একটি নিলাম প্রক্রিয়া ব্যবহার করে।
আরও পড়ুন-